জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি কিভাবে পাবেন ?



সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি নতুন ভোটার হয়েছেন? এখনো NID কার্ড পাননি।তাহলে আপনি নির্বাচন কমিসনের ওয়েব সাইটে গিয়ে NID অনলাইন সার্ভিস এর সেবা গ্রহণ করে অনলাইন কপি নিতে পারবেন। কিন্তু সমস্যা হলো আপনার জন্ম তারিখ ০১-০১-১৯৯৮ এর পরে হওয়ায় আপনার NID কার্ড এর অনলাইন কপি নির্বাচন কমিসনের ওয়েব সাইট থেকে তুলতে পারছেন না।
কিছু কিছু ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এই সকল NID কার্ডের অনলাইন কপিও তুলতে পারবেন। ১৯৯৮ সালের পরে জন্ম হলেও অর্থাৎ জন্ম সাল ১৯৯৯,২০০০,২০০১,২০০২, ২০০৩ হলেও আপনি যদি ভোটার হওয়ার জন্য ছবি তুলে থাকেন তাহলে আপনার হাতে থাকা ভোটার ফরমের স্লিপটি দিয়ে আপনি এসকল ডিজিটাল সেন্টার থেকে আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপিটি নিতে পারবেন। যেটা ব্যবহার করে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন।
আজকের টিউনে আমি অনলাইনে ঘরে বসে কিভাবে এই সেবাটি আমাদের ডিজিটাল সেন্টার থেকে নিবেন সেটা নিয়ে আলোচনা করবো।তাহলে চলুন, শুরু করা যাক।
প্রথমে https://barasatudc.blogspot.com ওয়েব সাইটে যান। তার NID কার্ডের অনলাইন কপি মেনুতে ক্লিক করুন। অথবা সেবা অর্ডার দিন মেনু থেকে NID কার্ডের অনলাইন কপি মেনুতে ক্লিক করুন।

অথবা সরাসরি নিচের লিংকে ক্লিক করুন।
 
আপনার সামনে একটি ফরম আসবে। ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
সকল তথ্য পূরণ করা হয়ে গেলে  Next এ ক্লিক করুন।
এরপর পেমেন্ট অপসন পেয়ে যাবেন। এখানে দুটি অপসন পাবেন।

একটি হল সাধারণ।যেটা ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পাবেন। (সরকারী ছুটির দিন ব্যতিত)
আরেকটি হলো জরুরী। যেটা এক দিনের মধ্যেই পাবেন।
প্রাথমিকভাবে সাধারণ্ নির্বাচন করা থাকে।কুপন কোড অপসনে যদি আপনার কোন কুপন কোড থাকে তাহলে সেটা লিখুন।তাহলে একটা ছোট ডিসকাউন্ট পাবেন।  
পেমেন্ট সম্পন্ন হওয়ার পর যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন সে নাম্বারটি নির্দিষ্ট ঘরে লিখুন।এরপরের ঘরে ট্রানজেকসন আইডিটা লিখুন।তারপর Submit এ ক্লিক করুন।
এবার আপনাকে অভিনন্দন জানানো হবে এবং একটি ট্রাকিং নাম্বার পাবেন। এখন আপনার মোবাইলের ম্যাসেজ অপসনে গিয়ে NID লিখে একটি স্পেস দিয়ে ট্রাকিং নাম্বারটি লিখে সেখানে উল্লেখিত নাম্বারে এসএমএস করে পাঠাবেন। তাহলেই আপনার কাজ শেষ। আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপিটি ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে ইমেইল করে পাঠিয়ে দেয়া  হবে। (সরকারী ছুটির দিন ব্যতিত)

আশা করি কাজ হয়ে যাবে। যদি বুঝতে কোথাও কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। 


১।বাংলাদেশের যে কোন অঞ্চলের জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি পাবেন।
২। যারা ২০১৯ সালে ছবি তুলেছেন তারাসহ পুরনো NID গুলোও পাবেন।
৩।  যারা জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন তারা NID নাম্বার দিয়ে অনলাইন কপি নিতে পারবেন।
৪। অর্ডার করার সময় যে কার্ডের কপি নিতে চাচ্ছেন তার NID নাম্বার/স্লিপ নাম্বার, জন্ম তারিখ এবং মোবাইল নাম্বারটি সঠিকভাবে লিখুন।
৫। এই সেবাটি নিতে সর্বোচ্চ ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগতে পারে (সরকারি ছুটির দিন ব্যতিত)।
৬। আপনি যে ইমেইল নাম্বার দিয়ে অর্ডার করেবন সেই ইমেইলে আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপিটি পাঠিয়ে দেওয়া হবে।
৭। অর্ডার করার সময় বিকাশে পেমেন্ট সম্পূর্ণ করে ট্রানজেকসন আইডিটি সঠিকভাবে লিখুন।
৮। কোন সমস্যা হলে ০১৫১১ ৪০৮ ৩০৮ নাম্বারে কল করতে পারেন।
৯। নিয়মিত গ্রাহকদের জন্য একটা কুপন কোড থাকবে। যেটা ব্যবহার করে ২০-৩০টাকা  কমিসন পাবেন।  

  
সকলকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকের মতে ইতি টানছি। খোদা হাফেজ।

0 মন্তব্যসমূহ